রাজধানীর বনানীতে অবস্থিত প্রাভা হেলথ হাবে বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস ‘২২ উদযাপন করেছে।
এসময় অনুষ্ঠানে প্রাভা হেলথ-এর পারিবারিক মেডিসিন চিকিৎসকবৃন্দ, ভিজিটিং কন্সালট্যান্ট, নার্স ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মেডিকেল অফিসার ডা. সিমীন মজিদ আখতার, চিফ প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন, মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডা. ফয়সাল রহমান, ল্যাবরেটরি ডিরেক্টর মো. মাহবুবুর রহমান, হেড অব পেশেন্ট এক্সপেরিয়েন্স কুতুব উদ্দীন কামাল, হেড অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ান রবিতা আরেফিন এবং হেড অব মার্কেটিং অ্যান্ড করপোরেট সেলস সাফায়াত আলী চয়ন।
Featured In