নারী দিবস উপলক্ষে ফ্রি ভিডিও কনসালটেশন দিলো প্রাভা হেলথ

Posted on March 06, 2022 | By Praava Health | About Praava
নারী দিবস উপলক্ষে ফ্রি ভিডিও কনসালটেশন দিলো প্রাভা হেলথ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রি ভিডিও কনসালটেশন সেবা প্রদান করেছে হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ। পাশাপাশি অন্যান্য গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় কিছু প্যাকেজ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ জন মাকে ভিডিও কনসালটেশন সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

এই অফারের অধীনে মার্চ ৮ এবং ৯ তারিখ প্রাভা হেলথ-এর ফ্যামিলি হেলথ ফিজিশিয়ানের (এফএইচপি) কাছ থেকে নিবন্ধিত অংশগ্রহণকারীরা বিনামূল্যে ভিডিও কনসালটেশনের সুবিধা পেয়েছেন। নতুন মায়েদের পাশাপাশি, ২২% ছাড়ে ফ্যামিলি মেডিসিন ডাক্তার থেকে ভিডিও পরামর্শ পেয়েছেন নিবন্ধিত অন্যান্য নারী গ্রাহকরা।

এছাড়া কর্পোরেট নারীদের জন্য পুরো মার্চ মাসজুড়ে প্রাভা’র বিউটি ও ওয়েলনেস সেন্টারে ২২% ছাড়ের সুবিধা প্রদান করা হয়। এর মধ্যে থাকছে স্কিনকেয়ার, ওজন হ্রাস, ডেন্টাল হেলথ, ফিজিওথেরাপি, সাইকোসোশ্যাল থেরাপি ও অ্যাকুপাংচার ইত্যাদি সেবা।

Featured In